লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে নওগাঁর পুলিশ
লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে নওগাঁর পুলিশ।
দেশে বিশ্ব মহামারী নভেল করোনা ভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিন বুধবার সকাল থেকে শক্ত অবস্থানে রয়েছে নওগাঁ জেলা পুলিশ।
জেলার গুরুত্বপূর্ণ রাস্তার মোড় ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে বাঁশের ব্যারিকেড দিয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর হতে বের হচ্ছে না। অযথা বাড়ীর বাইরে গেলে গুণতে হবে জরিমানা।
সেইসাথে মামলাও জুড়ে দিচ্ছেন পুলিশ প্রশাসন। ফলে নওগাঁর সকল গুরুত্বপূর্ণ রাস্তা ছিল মানুষ ও যানবাহণ শূণ্য।
তবে রমজানের শুরুর দিনে কঠোর লকডাউনে বিভিন্ন অযুহাতে যে সব মানুষ বাড়ির বাইরে বের হচ্ছেন তাঁদেরকে পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে।
তবে জরুরি প্রয়োজন ছাড়া লকডাউনে মানুষের ঘর থেকে বের হওয়া নিষেধ থাকলেও নিম্ন আয়ের মানুষ অনেকে রাস্তায় নেমেছেন।
অনেককেই পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।
সকাল ১১টায় শহরের তাজের মোড়ে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। যানবাহন বন্ধ থাকায় রিকশা-ভ্যানে করে যেসব মানুষ প্রয়োজনীয় কাজে যাচ্ছে।
নোয়াখালী বেগমগঞ্জে এলজি কার্তুজসহ ২ যুবক আটক
পুলিশ তাঁদের থামিয়ে জিজ্ঞাসা করছেন কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন। কিন্তু সদুত্তর না পাওয়ায় অনেককেই রিকশা থেকে নামিয়ে দেওয়া হয়েছে।
এরমধ্যে অনেকেরই করা হয়েছে জরিমানা। বেশি প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি দিয়ে তাকে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।
জানা গেছে, নওগাঁ জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন যৌথভাবে টিম গঠন করে ভ্রাম্যমান সেই টিম লকডাউনের পরিস্থিতি মনিটরিং করছে।
জেলায় বন্ধ রয়েছে গণপরিবহণ। খাদ্যপণ্য আনা-নেওয়ার কাজে শুধু ট্রাক ব্যবহার হচ্ছে।
শহরের বড় বড় দোকানপাট, শপিং মল, ছোট-বড় বিপণী-বিতাণ বন্ধ রয়েছে। তবে কাঁচা সবজি, ঔষুধ ও খাবারের দোকান খোলা রয়েছে।
রাস্তায় ছোট বড় কোন প্রকার যানবাহন চলাচল করছে না।
এব্যাপারে নওগাঁর অ্যাডিশনাল এসপি রকিবুল আক্তার জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনে
আইন শৃঙ্খলা বাহিনী একটি শক্ত অবস্থান নিয়েছে। আমরা এখন পর্যন্ত সবাইকে সচেতন করছি।
সাতক্ষীরায় সুন্দরবনের বাঘের আক্রমণে মৌয়াল নিহত
অযথা যারা বাইরে ঘুরছে তাঁদের বাসায় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
সেই সাথে যারা নিয়ম অমান্য করে মাস্ক, হেলমেট ও মোটরসাইকেলর কাগজ ছাড়া বের হয়েছেন, তাঁদেরকে আটকে রাখা হয়েছে।
পরে কারো কারো জরিমানা আবার কাউকে বুঝিয়ে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, সাধারণ জনগণ সতর্ক না হলে শুধু পুলিশ প্রশাসন একা লকডাউন সফল করতে পারবে না।
তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিজ বাড়ীতে অবস্থানের পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।
পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জানান, দেশকে করেনার হাত থেকে রক্ষার স্বার্থে সরকারের নির্দেশে সারাদেশে লকডাউন চলছে।
লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে যে কোন ভাবেই হোক সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ বাহিনী সদা সচেষ্ট রয়েছে।
জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার এই লকডাউন ঘোষনা করেছে।
এই লকডাউন বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে ১০টি ভ্রাম্যমান আদালত টিম কাজ করছে।
এছাড়াও অন্তত:পক্ষে নিজেদের সুরক্ষার স্বার্থে সকলকে লকডাউন মেনে চলার আহবান জানান তিনি।
Pingback: চারঘাটে অবৈধ মাটিবাহি ট্রাকটর উল্টে, নিহত ১ জন - দ্যা বাংলা ওয়াল