আইন অমান্য করায় নড়াইলে ৮৭ জনকে জরিমানা
আইন অমান্য করায় নড়াইলে ৮৭ জনকে জরিমানা। পঞ্চম দিনের মত নড়াইলে সর্বাত্মক লকডাউন চলছে।
আজ রবিবার সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে পুলিশ চেকিং চলছে এবং শহরে বিভিন্ন স্থানে পুলিশ বাহিনী টহল দিচ্ছে।
রাস্তায় সীমিত সংখ্যক ভ্যান, ইজিবাইক চলতে দেখা যাচ্ছে।
মুদি দোকান খোলা থাকলেও ক্রেতার সংখ্যা খুবই কম। কাচাবাজার, মাছ বাজার কিছু ক্রেতা দেখা গেছে।
এদিকে নড়াইলে কোভিড-১৯ এর ২য় ঢেউ মোকাবেলায় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং
সচেতনা বৃদ্ধি করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও সার্জিকাল মাস্ক বিতরণ অব্যহত রয়েছে।
পাইকগাছায় বক্তব্য না নেওয়ায় সংবাদকর্মীর উপর হামলা
গত চারদিনে জেলার তিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৮৭ জনকে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল থেকে দেশে ২১ এপ্রিল পর্যন্তু লকডাউন শুরু হয়।
ইতোমধ্যে চারদিন অতিবাহিত হয়েছে। আজ রবিবার পঞ্চম দিন। গত চারদিন জেলা প্রশাসনের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ,
সদর উপজেলা, কালিয়া ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)গণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
শাহজাদপুরে মহাসড়ক দখল করে চলছে অবৈধ বালুর ব্যবসা
এর মধ্যে ১৪ এপ্রিল জেলায় ৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় এতে ২১টি মামলায় ২১ জনকে ১৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
১৫ এপ্রিল জেলায় ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় এতে ১৬টি মামলায় ১৬ জনকে ৯ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
১৬ এপ্রিল জেলায় ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় এতে ১৭টি মামলায় ২৫ জনকে ২৯ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয় এবং
১৭ এপ্রিল ৬টি ভ্রাম্যমাণ আদালত পারিচালিত হয় এতে ২৩ মামলায় ২৫ জনকে ৩৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয় এবং
আইন অমান্য করায় নড়াইলে এ সময় ১০ হাজার মাস্ক বিতরণ করা হয়।
Pingback: সাতক্ষীরায় ফসলের ক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার - দ্যা বাংলা ওয়াল
Pingback: গাজীপুরে স্বাস্থ্য সুপারের বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার - দ্যা বাংলা ওয়াল