দেশব্যাপীবিশেষ প্রতিবেদনপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

এক নজরে পোরশা উপজেলা পরিচিতি

এক নজরে পোরশা উপজেলা পরিচিতি। পোরশা নওগাঁ জেলার একটি উপজেলা।

১৭৯৩ সালে পোরশা অবিভক্ত দিনাজপুর জেলার থানা হিসেবে প্রতিষ্ঠিত হয় পোরশা উপজেলার উত্তরে সাপাহার উপজেলা,

দক্ষিণে গোমস্তাপুর উপজেলা, পশ্চিমে পূর্বে মহাদেবপুর উপজেলা।

এই উপজেলার শাহ সম্প্রদায় ব্যবসার নিয়ম নিতিতে এসে পৌঁছায় অধিপত্য বিস্তার করে এবং তারা এখনো এই পোরশায় বসবাস করে তখন থেকে

এখানে সর্ববৃহৎ মসজিদ ও মাদ্রাসা নির্মাণ হয়েছে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা বশিরুল হক হ ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন

অংশগ্রহণ পাল বংশ যখন এই এই অঞ্চলে বসবাস করতো তাদের তৈরি মাটির রং বেরঙ্গের মৃৎ শিল্প মানুষের মন কিড়ে ছিল এবং

বিভিন্ন শহরে তা বাজারজাত হত এখনো তা বিদ্যমান।

নোয়াখালী কোম্পানীগঞ্জে শান্তি ফেরাতে মির্জা’র প্রস্তাব

এক নজরে পোরশা উপজেলা এই উপজেলার ইউনিয়ন সমূহ হচ্ছে:

১ নাম্বার নিতপুর ইউনিয়ন, ২ নাম্বার তেতুলিয়া ইউনিয়ন, ৩ নং ছাওড় ইউনিয়ন, ৪ নম্বর গাংগুরিয়া ইউনিয়ন, ৫ নাম্বার ঘাট নগর ইউনিয়ন, ৬ নম্বর মুর্শিদপুর ইউনিয়ন।

১। উপজেলার আয়তন : ২৭২বর্গ কিলোমিটার।
২। মোট জনসংখ্যা : ১,৩২,০৯৫জন (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)
(ক) পুরুষঃ ৬৬,২৯৯ জন (খ) মহিলাঃ ৬৫৭৯৬জন
৩। মোট ভোটার সংখ্যা: ৯৭৬৯৪ জন (২০১৮ সালের নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী)
(ক) পুরুষভোটার : ৪৮২৬১জন।
(খ) মহিলা ভোটার : ৪৯৪৩৩জন।

৪। মোট আদিবাসীর সংখ্যা : ১৪,৩৭৪জন (২০১১ সালের স্থানীয় জরিপ অনুযায়ী)
৫। মোট ইউনিয়ন: ৬টি
৬। মোট গ্রাম: ২৫৩ টি
৭। মোট মৌজা সংখ্যা : ১৫৫টি।
৮। ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যা : ৩টি।
৯। মোট জমির পরিমান: ৬৬,৫৬৪.৮৬ একর।
১০। খাস জমির পরিমান: ৫৫৮৮.৬১ একর।
ক) বন্দোবস্ত বহির্ভূত : ৫৭২.৫৫ একর
খ) বন্দোবস্ত যোগ্য : ২৫৪০.৭৭ একর।

১১। খাশ পুকুরের সংখ্যা : ৫৯৩ টি
১২। গ্রোথ সেন্টারের সংখ্যা : ৪টি (পোরশা, মশিদপুর, নিতপুর গাংগুরিয়া জিসি?)
১৩। হাট বাজারের সংখ্যা : ১২টি
১৪। খেয়াঘাটের সংখ্যা : ১টি (রাধানগর)
১৫। আশ্রয় প্রকল্প -২ (৩টি): ২টি (১১০টি পরিবারের জন) (সারাইগাছি ছয়ঘাটি)
১৬। আবাসন প্রকল্প : ১ পলাশডাঙ্গা (৫০ জন) গুচ্ছগ্রাম ১ (পশ্চিম দুয়ার পাল) (৫০ জন)

র‌্যাব-১২ অভিযানে কোকেন সহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাসপাতাল ১টি বেড সংখ্যা ৫০টি, কমিউনিটি ক্লিনিক ১৬টি,গভীর নলকূপের সংখ্যা ৬৫টি, অগভীর নলকূপের সংখ্যা ৮৩৬টি, মসজিদ ২৪০টি,

মন্দির ১৯টি, গির্জা ৬টি, এতিমখানা (রেজি): ১টি, ঈদগাহ ৮২টি, সরকারি কলেজ ১টি, সরকারি উচ্চ বিদ্যালয় ১টি, বালিকা উচ্চ বিদ্যালয় ৩টি,

কলেজ ৪টি, স্কুল এন্ড কলেজ ১টি, বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ১টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২টি, উচ্চ বিদ্যালয় ২২টি, মাদ্রাসা ২৭টি,

সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮৭টি, মোট রাস্তা কিলোমিটার, মোট রাস্তা পাকা ১৪৪ কিলোমিটার। রেজিস্টার সমবায় সমিতির সংখ্যা ৬৮টি,

নদী ১টি পূর্নভবা নদী, ডাকঘর ১টি, হেলিপ্যাড ১টি, ঐতিহাসিক স্থাপনা ৮টি: শাহী মসজিদ নিতপুর, শাহী মসজিদ তেতুলিয়া,

বেড়াচৌকি কবরস্থান, বালা শহীদ মাজার নিতপুর।পোরশা বড় মাদ্রাসা, পোরশা বড় মসজিদ বা মারকাজ মসজিদ, মুসাফিরখানা পোরশা, পোরশা উচ্চ বিদ্যালয়।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ১টি, সরকারী খাদ্য গুদাম ২টি, এলজিইডি কর্তৃক নির্মিত খাদ্যগুদাম ২টি, টেলিফোন এক্সচেঞ্জ ১টি,

পুলিশ স্টেশন ১টি, সিসা পুলিশ ফাঁড়ি প্রস্তাবিত ১টি, নোনাহার ও শিশা মা ও শিশু হাসপাতাল ১০ শয্যা বিশিষ্ট ২টি, এনজিও ১৫টি, রেজিস্টার ক্লাব এর সংখ্যা ৪৪টি।

/ মোহাম্মাদ হোসেন (বাবু)

https://shopnotelevision.wixsite.com/reporters
http://shopno-tv.com/
The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
http://shopno-tv.com/

One thought on “এক নজরে পোরশা উপজেলা পরিচিতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *