হবিগঞ্জের চুনারুঘাটে গাড়ি উল্টে শ্রমিক নিহত
হবিগঞ্জের চুনারুঘাটে গাড়ি উল্টে শ্রমিক নিহত।
হবিগঞ্জের চুনারুঘাটে ইটভাঙার কাজ করতে গিয়ে মেশিন বহনকারী গাড়ি উল্টে আনোয়ার হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন উপজেলার সাটিয়াজুরি গ্রামের শাহিদ মিয়ার ছেলে।
সাধারণ ভুল যেগুলো রমজানের সময় আমরা করে থাকি
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেন ইটভাঙার মেশিন বহনকারী গাড়িযোগে শ্রমিকদের সঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন।
এসময় কৃষ্ণপুর এলাকায় তাদের বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে।
নোয়াখালী চাটখিলে যুবদল নেতা আটক
এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ওসি আশরাফ উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


Pingback: পোরশায় নিতপুরে ধানে কীটনাশক দিয়েছে প্রতিদ্বন্দী শত্রুরা - দ্যা বাংলা ওয়াল
Pingback: সিরাজগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দ্যা বাংলা ওয়াল