দেশব্যাপীপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

পোরশার জনসাধারণের দাবী রাস্তার কাজ যত দ্রুত সম্পন্ন হোক

পোরশার জনসাধারণের দাবী আমাদের রাস্তার কাজ যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হোক।

বর্তমান বিশ্ব গতিময় যান্ত্রিক এবং প্রগতিশীল।

এই গতিময় বিশ্বের প্রতিটি দেশের উন্নতি অনেকাংশে নির্ভর করছে তার সুষ্ঠু যাতায়াত ব্যবস্থার উপর।

নওগাঁর পোরশা উপজেলা একটি ধনী এলাকা।

বাহুবলে গাঁজা সেবনের অপরাধে বৃদ্ধের জেল

এখানকার লোকজনের সবদিক দিয়ে শান্তি থাকলেও একদিক দিয়ে তারা খুব ভোগান্তিতে আছেন।

সেইটা হল রাস্তা ঘাট ও পানি নিষ্কাশন ব্যবস্থা। রাস্তাঘাট এত শরু যে ভারি যানবাহন চলাচল করা এবং কি মানুষ চলাচল কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।

এখানে, পানি নিষ্কাশনের সুষ্ঠু কোন ব্যবস্থা নেই। যার ফলে মাঝারি ও ভারী বৃষ্টিতে এখানকার ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে যায়।

আত্রাইয়ে মাস্ক ও জনসচেতনায় স্টিকার বিতরন

পোরশার জনসাধারণের দাবী জনসাধারণের চলাফেরা খুব কষ্টসাধ্য হয়ে যায়।

পোরশাতে গত দুই বছর আগে নামে মাত্র রাস্তার কাজ শুরু হলেও এখন পর্যন্ত রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি।

রাস্তাঘাট সম্পূর্ণ হলে, এলাকার লোকজনের যাতায়াত ব্যবস্থা সুবিধা হবে এবং কি বিভিন্ন এলাকার লোকজন এখানে আসবে।

/ মোহাম্মদ হোসেন

https://shopnotelevision.wixsite.com/reporters
http://shopno-tv.com/
The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
http://shopno-tv.com/

One thought on “পোরশার জনসাধারণের দাবী রাস্তার কাজ যত দ্রুত সম্পন্ন হোক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *