কালিগঞ্জে প্রতারক চক্রের খপ্পরে বিকাশ গ্রাহকরা
সাতক্ষীরার কালিগঞ্জে প্রতারক চক্রের খপ্পরে পরে বিকাশ একাউন্ট থেকে টাকা খোয়া যাচ্ছে গ্রাহকদের।
অভিযোগ দিয়েও প্রতিকার মিলছেনা ভুক্তভোগীদের। এমনকি কোথায় অভিযোগ দিলে প্রতিকার মিলবে জানা নেই তাদের।
কাস্টমার কেয়ারে অভিযোগ দিলেও হ্যাকারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছেনা বিকাশ কর্তৃপক্ষ এমনই জানালেন ভুক্তভোগীরা।
কালিগঞ্জের কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের জয়দেব দাসের মেয়ে পিয়া দাস (১৮) জানান,
গত ২৫ এপ্রিল রাত ১২ টার দিকে তার ব্যবহৃত নাম্বারে কুশুলিয়া কলেজের উপবৃত্তির ৩ হাজার ৬শ’ টাকা আসে।
ওই টাকা আসার পরে তার বিকাশ একাউন্টে সর্বমোট ৩৬শ’ ৪৫ টাকা ৮৩ পয়সা জমা হয়।
পরদিন ২৬ এপ্রিল সকালে তিনি উপবৃত্তির টাকা তুলতে এসে দেখে তার একাউন্টে কোন টাকা নেই।
পাবনায় ল্যাব ও লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপনের দাবি
তিনি বিকাশের কাস্টমার কেয়ারে কথা বলে জানতে পারেন তার ব্যবহৃত নাম্বার থেকে অজ্ঞাতনামা ব্যক্তি
০১৮১৩-৭৭৫৮০৮ বিকাশ নম্বরে সব টাকা ক্যাশ ইন করে নিয়েছে।
কালিগঞ্জে প্রতারক চক্রের খপ্পরে পরবর্তীতে তিনি এবিষয়ে কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।
একই অভিযোগ ২৬ বছর বয়সী উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের মৃত রাধাপদ দাসের ছেলে মনুরাথ দাস’র।
তিনি বলেন, গত ২৫ এপ্রিল রাত ০৯ টা ৪৭ মিনিটে তার ব্যবহৃত নাম্বারে তার মা আরতী দাস’র (৬৫) প্রতিবন্ধী ভাতার ১ হাজার টাকা আসে।
ওই টাকা আসার পরে বিকাশ নাম্বারে ১ হাজার ১১ টাকা ৩৪ পয়সা জমা হয়।
ভারত থেকে আসার পথে সাতক্ষীরায় আটক-৪
পরদিন ২৬ এপ্রিল দুপুরে ভাতার টাকা তুলতে এসে দেখে বিকাশ নাম্বারে কোন টাকা নেই।
পরবর্তীতে বিকাশ কাস্টামার কেয়ারে কথা বলে জানতে পারেন তার একাউন্ট থেকে ০১৬১৫-৬৮৬৮৯৭ নাম্বারে ৯৮০ টাকা ক্যাশ আউট করে নিয়েছে।
এছাড়াও একাধিক অভিযোগ রয়েছে টাকা হ্যাক হওয়ায়।
এমতাবস্থায় ভুক্তভোগীসহ সমাজের সর্বস্তরের মানুষ অতি দ্রুত হ্যাকার চক্রকে ধরে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
Pingback: সাতক্ষীরায় মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা - দ্যা বাংলা ওয়াল