নওগাঁয় নিজের ট্রাক্টরের নীচে পড়ে প্রাণ গেল চালকের
নওগাঁয় নিজের ট্রাক্টরের নীচে পড়ে প্রাণ গেল চালকের। নওগাঁর বদলগাছী উপজেলায় বেপরোয়া মাটিবাহী ট্রাক্টর
উল্টে মেরাজুল ইসলাম (৩৫) নামের একজন চালকের মৃত্যু হয়েছে।
নিহত মেরাজুল জয়পুরহাট সদরের ভাতশা ইউনিয়নের চকমোহন গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
সোমবার ৩ মে সকালে ওই উপজেলার পাহাড়াপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
গ্রামবাসীরা জানায়, মালঞ্চা গ্রামের স্থানীয় বাসিন্দা মুসা ও শরিফুলের একটি পুকুর খনন করছিলেন।
বেনাপোল ও যশোর ২৯ হোটেল কোয়ারেন্টাইন সেন্টার
ওই পুকুরের মাটি অবৈধভাবে ইটভাটায় বিক্রি করে মাটি ব্যবসায়ী ওয়াদুদ।
পুকুরটি খুব তাড়াতাড়ি খননের জন্য এসকেভেটর (ভেকু) মেশিন ব্যবহার করা হয়।
এসকেভেটর দিয়ে মাটি ভরাট করার সময় ধারণ ক্ষমতার বেশি মাটি দেওয়া হয় ওই ট্রাক্টরে।
ইটভাটায় মাটি নিয়ে যাওয়ার সময় নরম মাটিতে চাকা দেবে যায় ট্রাক্টরটির নওগাঁয় নিজের ট্রাক্টরের নীচে পড়ে।
এসময় ট্রাক্টরের দেবে যাওয়া চাকা তোলার জন্য চালক মেরাজুল আরো জোড়ে পিকআপ টানলে ট্রাক্টরের ইঞ্জিন উল্টে তাঁর গায়ের উপর পড়ে।
ইঞ্জিনের চাপায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।
নড়াইলে কৃষক অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ শুভ উদ্বোধন
বিষয়টি ধামাচাপা দিতে সংশ্লিষ্টরা তাঁকে হাসপাতালে নেওয়ার নাম করে ঘটনাস্থল থেকে লাশ সরানোর পায়তারা করে।
কিন্তু গ্রামবাসীরা ওই বিষয়টি বুঝতে পেরে লাশটি আটকে দেয়।
এবিষয়ে বদলগাছী থানার ওসি মো. আতিকুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেনি।
অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা।


Pingback: আত্রাইয়ে ৩০০ পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্য সহয়তা উপহার - দ্যা বাংলা ওয়াল
Pingback: গাজীপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা - দ্যা বাংলা ওয়াল