সুনামগঞ্জ উপজেলার ৯শ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার
সুনামগঞ্জ সদর উপজেলার পক্ষ থেকে ৯শ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার।
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার পক্ষ থেকে করোনা কালীন কর্মহীন ৯শ পরিবারকে
প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
শুক্রবার বাদ জুমা সুনামগঞ্জ সদর উপজেলা প্রাঙ্গনে কর্মহীন এসব পরিবার কে চাল,ডাল, তেল, আলু সহ খাদ্য সামগ্রী প্রদান করেন।
নোয়াখালী হাতিয়ায় চাল বিতরণকালে যুবককে কুপিয়ে হত্যা
এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার,সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,
এডভোকেট আবুল হোসেন, পিআইও মানিক মিয়া, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,
সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, বিপ্লব তালুকদার, ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয় ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম প্রমুখ।
সুনামগঞ্জ সদর উপজেলা আ: লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি
সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন আমরা আজ ৯শ পরিবারকে ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলাম।
সুনামগঞ্জ উপজেলার ৯শ পরিবার এর আগেও কর্মহীন পরিবারের সদস্যদের ত্রাণ বিতরণ করেছি।
করোনার প্রথম ধাপেও বিভিন্ন সেক্টরের কর্মহীন পরিবারের সদস্যদের নগদ টাকা, চাল, ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

