নোয়াখালীতে আরএফলের প্লাস্টিক ডিপোতে অগ্নিকান্ড
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে আরএফলের প্লাস্টিক ডিপোতে অগ্নিকান্ড।
নোয়াখালীতে প্রাণ আরএফএল গ্রুপের একটি প্লাস্টিক ডিপোতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলা পরিষদের পাশে প্রাণ আরএফএল প্লাষ্টিক ডিপোতে এই দুর্ঘটনা ঘটে।
কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু
স্থানীয় সূত্র বলছে, রাতে ওই প্লাষ্টিক ডিপোর একটি টিনশেডের ঘরে প্রথমে আগুনের সূএপাত হয়।
পরে অপর দুটি দুটি কক্ষেও ছড়িয়ে পড়ে আগুন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহজাদপুরে বিয়ের দাবীতে দুইদিন ধরে অনশন কলেজ ছাত্রীর
নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার জানান,
নোয়াখালীতে আরএফলের প্লাস্টিক ডিপোতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনের সূত্রপাতের তাৎক্ষণিক কোন কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: সাংবাদিক রোজিনা আটকের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন - দ্যা বাংলা ওয়াল