দেশব্যাপীপরিবেশ ও সমাজজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

যশোরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

যশোরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মেম্বরদের।

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের তিনজন সদস্য (মেম্বর) বুধবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে চেয়ারম্যান সিরাজুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।

হৈবতপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ইব্রাহিম হোসেন ও

৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হান্নান লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ২০১৬-১৭, ২০১৮-১৯ ও ২০২০-২১ অর্থ বছরে

টিআর, ইউ ডি এফ, অতি দরিদ্রের জন্য ৪০ দিনের কর্মসূচি, কাবিখা, কাবিটা, এ ডি পি, ১%, সরকার ঘোষিত ৪০ মাসের বকেয়া সম্মানী ভাতা,

মহামারী করোনা কালীন সময়ের চাউলের পরিবর্তে ঈদের জন্য ৪৫০ টাকা তাদের অজান্তে চেয়ারম্যান সিরাজুল ইসলাম তছরুপ করেছে।

এডিপি ও নন-ওয়েজ প্রকল্পগুলেরা বাস্তবায়ন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

যশোরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুস্থ সুবিধা ভোগীদের কাছে নানা কৌশলে বসতবাড়ি কর আদায় করে নিজে আত্মসাৎ করেন তিনি।

ভাসানচর থেকে পালানো দুই রোহিঙ্গা কিশোরী সুবর্ণচরে আটক

এছাড়া চেয়ারম্যান সিরাজুল ইসলাম সৌরবিদ্যু ভিজিডি, ভিজিএফ, টিউবওয়েল বিতরণ, কৃষি প্রণোদনা ও

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন ভাতা প্রদানের একক সিদ্ধান্তে অর্থের বিনিময় ও

স্বজনপ্রীতির মাধ্যমে স্বচ্ছল পরিবারের মধ্যে বিতরণ করেন।

ফলে ইউনিয়নের প্রকৃত সুফল ভোগী ও দুস্থতা বঞ্চিত হচ্ছেন।

গেল দুই বছরের এলজিএসপি প্রকল্পের সকল কাজ চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ নিজেই ভুয়া ভাউচারে করেছেন।

কাজ শতভাগ দেখানো হলেও বাস্তবে অনিয়ম ও দুর্নীতিতে ভরা। তিনি নিজের বাড়িতে ৪টি সৌর বিদ্যুৎ লাগিয়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন।

পাবনা প্রেসক্লাবের টানা তিনদিনের প্রতিবাদ প্রতীকী অনশন

প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে এবং প্রতি মাসে সভা ও রেজুলেশনের নিয়ম থাকলেও

গত সাড়ে চার বছরে কোনো সভা বা রেজুলেশন করা হয়নি বলে অভিযোগে বলা হয়েছে।

চেয়ারম্যান সিরাজুল ইসলাম অনিয়ম দুর্নীতের মাধ্যমে কোটিপতি বনে গেছেন বলে দাবি ওই তিন ইউপি সদস্যের।

এই বিষয়ে হৈবতপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান,

অনৈতিক সুবিধা দিতে রাজি না হওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে ৩ জন মেম্বর তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে মিথ্যা অভিযোগ করেছেন।

অভিযোগের তদন্ত করলে সঠিকটা জানা যাবে।

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের বিরুদ্ধে মেম্বরদের করা

অভিযোগের কপি এখনো হাতে পায়নি। অভিযো পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

/ বিল্লাল হোসেন

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com

যশোর ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট

Md. Billal Hossain 01717127716 Father’s Name : Md. Jalal Laskar Mother’s Name: Mist. Shanaj Begum Present Address: Vill: Churamonkati, PO: Churamonkati, PS: Sadar, Dist: Jessore. DoB: 16-11-1987 Education: HSC billalspandan24@gmail.com NID: 914 921 0065 Blood Group: A+

One thought on “যশোরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *