সেনবাগে উদ্ধার হওয়া কংকালের পরিচয় শনাক্ত
নোয়াখালী প্রতিনিধি : সেনবাগে উদ্ধার হওয়া কংকালের পরিচয় শনাক্ত।
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে পপুলার বিস্কুট ফ্যাক্টরীর মালিকানাধীন মেঘনা ব্রিকফিল্ডের পরিত্যক্ত
স্টাফ কোয়ার্টারের বাগান থেকে উদ্ধার হওয়া কংকালটির পরিচয় শনাক্ত হয়েছে।
ডিএনএ পরীক্ষায় জানা গেছে, গত বছরের ৩০ অক্টোবর উদ্ধার করা কংকালটি বেগমগঞ্জ উপজেলার ১৩ নং রসুলপুর ইউনিয়নের
রসুল গ্রামের আতর আলী মিয়া পন্ডিত বাড়ির বাহার আলীর ছেলে মো. ইব্রাহিম প্রকাশ রনির (১৬)।
এরআগ গত বছরের ২২ সেপ্টেম্বর ইব্রাহিম প্রকাশ রনি নিখোঁজ হলে তার বড়ভাই আল আমিন বাদি হয়ে বেগমগঞ্জ থানায় একটি নিখোঁজ ডাইরি করেন।
ওই নিখোঁজ ডাইরি করার ১ মাস ১২ দিন পর রনির ভাই আল আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে
সেনবাগ থানা পুলিশ ৩০ অক্টোবর রাতে ২০/২৫টি হাড়গোড়সহ কংকাল উদ্ধার করে।
সাভার নবজাতক বিক্রির দায়ে ডাক্তারসহ গ্রেফতার ৫
এ সময় উদ্ধার হওয়া হাড়গোড় (কংকালটি) রনির বলে দাবি করে তার পরিবারের সদস্যরা।
এরপর ওই কংকালের পরিচয় নিশ্চিত হওয়ায় জন্য পুলিশ রনির পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করে।
সেনবাগে উদ্ধার হওয়া কংকালের ডিএনএ পরীক্ষার পর উদ্ধার হওয়া হাড়গোড় (কংকালটি) নিখোঁজ রনির বলে নিশ্চিত হয় পুলিশ।
কংকালটি উদ্ধারের সময় রনির ভাই আল আমিন পুলিশসহ গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন,
তাদের সঙ্গে প্রতিবেশী এরশাদ, নুরনবী, জহিরুল ইসলাম বাবু, নুরুল আমিন, আবদুল মুন্নাফ ও আবদুর রহিমের জায়গা জমিন নিয়ে বিরোধ ছিল।
তালায় ভুয়া এনএসআই প্রতারক মুজাহিদুল আটক
তারেই রনিকে হত্যা করে থাকতে পারে।
সেনবাগ থানার ওসি মোঃ আবদুল বাতেন মৃধা বিষযয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, যুবকের মৃত্যুর রহস্য উদঘাটনে মামলাটি নোয়াখালীর অপরাদ তদন্ত বিভাগে (সিআইডিতে) হস্তান্তর করা হয়েছে।
মামলাটি তারা তদন্ত করে মৃত্যু রহস্য উদঘাটন ও জড়িতদের চিহিৃন্ত করবেন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।



