সাতক্ষীরা শ্যামনগরে বাঁধ ছাপিয়ে লোকালয়ে ঢুকছে পানি
সাতক্ষীরা শ্যামনগরে বাঁধ ছাপিয়ে লোকালয়ে ঢুকছে পানি।
ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানার আগেই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নের নেবুগুনিয়া এলাকায়
কপোতাক্ষ নদীর বাঁধ ছাপিয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। মঙ্গলবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ শুরু করে।
এদিকে, গ্রামবাসীরা মাটি দিয়ে সেগুলো সাময়িক রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গাবুরা ইউনিয়নের চারটি পয়েন্টে পানি উপচে পড়ে লোকালয়ে প্রবেশ করে।
নড়াইলের কালিয়ায় ৭০ভাগ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ
গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, চারটি পয়েন্টে বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ শুরু করে।
কপোতাক্ষ নদের জোয়ারে পানি বৃদ্ধি পয়েছে। বাঁধ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
বর্তমানে নদীতে ভাটা শুরু হওয়ায় এ যাত্রায় রক্ষা হয়েছে। তবে পরবর্তী জোয়ারের সময় পরিস্থিতি কী ঘটবে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না।
নড়াইলে ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম আবুজর গিফারী বলেন, উপকূলবর্তী এলাকায় ৪৩ পয়েন্টে ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে।
সাতক্ষীরা শ্যামনগরে বাঁধ ছাপিয়ে পানি উন্নয়ন বোর্ডকে বাঁধ মেরামতের জন্য অতিদ্রুত বাঁঁধ সংস্কার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: করোনা সংক্রমণ প্রতিরোধে পোরশায় সতর্কাবস্থা জারী - দ্যা বাংলা ওয়াল