দেশব্যাপীআইন- আদালতপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

বগুড়ার শাহজাহানপুর এলাকা থেকে লাশ উদ্ধার

বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শাহজাহানপুর এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার।

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গভীর রাতে একটি মাদরাসার কক্ষে ঢুকে জয়নাল আবেদীন (৬০) নামে এক নৈশপ্রহরীকে হত্যা করেছে দূর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাতে উপজেলার সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদরাসায় এই নৃশংস হত্যাকান্ড টি ঘটে।

নিহত জয়নাল আবেদীন শাহজাহানপুর উপজেলার সুজাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত মীর বক্তারের ছেলে।

শুক্রবার সকালে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

হবিগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ১৫

মাদরাসার সভাপতি সৈয়দ রিজভী আহমেদ ফারুক জানান,

নিহত জয়নাল আবেদীনের ছেলে আবু কাসেম মাদরাসার নিয়োগপ্রাপ্ত নৈশপ্রহরী ছিলেন।

সড়ক দূর্ঘটনায় আবুল কাসেম অসুস্থ হওয়ার কারণে তার বাবা জয়নাল আবেদীন ও

আবুল কাসেম দু’জনে ভাগাভাগি করে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন মাদ্রাসায়।

এদিকে আবুল কাসেম জানান, তার বাবা ভোর ৫ টার দিকে মাদরাসা থেকে বাড়ি ফিরতেন।

সাতক্ষীরায় পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

আজ সকাল ৭টার পর বাড়িতে না ফেরায় তিনি মাদরাসায় এসে মাদরাসার কক্ষে গিয়ে দেখতে পান

বিছানায় তার বাবার নাড়িভুঁড়ি বের হওয়া গলাকাটা লাশটি পড়ে আছে।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত হতে পারে। তবে তদন্ত চলছে।

বগুড়ার শাহজাহানপুর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে।

/ পবিত্র কুমার দাস

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com

One thought on “বগুড়ার শাহজাহানপুর এলাকা থেকে লাশ উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *