আজিকে তোমার মধুর মুরতী.. হেরিনু শারদ প্রভাতে
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানী সেযে
আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
ছয়ঋতুর ভিন্ন ভিন্ন মনোমুগ্ধকর বৈশিষ্ট্যময় পৃথিবীর একটিমাত্র দেশ প্রানের চেয়েও প্রিয় আমার এই বাংলাদেশ।
প্রকৃতিতে হাজির হয়েছে শরত। ফুটতে শুরু করেছে ভাদ্রা, কাশফুলের মত নানান ফুল।
অনিয়মিত পিরিয়ড? রইল ঘরোয়া সমাধান
জন্মাষ্টমীতে ছোট্ট গোপালের প্রিয় খাবার
শরতের শুভ্র কাশফুলের মতোই শুভ্র শিশুটির হাসি। ভালোবাসি শরৎ, ভালোবাসি শরতের শুভ্র কাশফুল,
ভালোবাসি তার চেয়েও শুভ্র শিশুটির হাসি; এ হাসি থাকুক অমলিন ক্রমাগত যন্ত্রণায় নীল হতে চলা এ পৃথিবীতে।
আজিকে তোমার মধুর মুরতী… হোরিনু শারত প্রভাতে।