রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ আগামী ২৯ সেপ্টেম্বর

রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে নগরীতে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার বেলা ১১টার দিকে মহানগরীর নিউমার্কেট এলাকায় এই লিফলেট বিতরণ কর্মসুচি পালন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী মহানগর সভাপতি ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এ কর্মসূচিতে চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ নিউমার্কেট এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবি সংবলিত লিফলেট বিতরণ করে মহাসমাবেশে যোগদানের আহ্বান জানান।

Total Page Visits: 213 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares