কাশ্মীরে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ
জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জনগণের চলাফেরায় আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।
পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন জানায়, শনিবার অবরূদ্ধ এই অঞ্চলের নিষেধাজ্ঞা আরো কড়াকড়ি করা হয়। শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইমরান খানের বক্তব্যের পর অবরূদ্ধ কাশ্মীরকে স্বাধীন করার দাবিতে বিক্ষোভ করে শত শত বাসিন্দা। এরপরই এই অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েনসহ জনগণের ওপর নিষেধাজ্ঞায় আরো কঠোরতা আনে কাশ্মীর প্রশাসন।
শ্রীনগরের প্রধান ব্যবসায়িক কেন্দ্রে প্রবেশ বন্ধ করতে কাঁটাতারের বেড়াও দিয়েছে সেনারা। এরআগে, চলতি বছরের ৫ই আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে এই অঞ্চলে জনগণের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করে মোদি সরকার।