সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ: আজ ফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে আজ রোববার ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ। কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা পৌনে ৩টায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।
চলতি আসরেই গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুই দলের। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে লাল-সবুজ জার্সিধারীরা।
আর দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও ৪-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। এই টুর্নামেন্টের প্রথম আসরে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। আর দ্বিতীয় আসরে রানার্সআপ হলেও এবার শিরোপার প্রত্যাশায় মাঠে নামবে বাংলাদেশ।
Total Page Visits: 244 - Today Page Visits: 1