পশ্চিমবঙ্গসব খবর

দিল্লির রাস্তায় ছিনতাইয়ের শিকার মোদির ভাতিজি!

ভারতের দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাইয়ের মেয়ে (ভাতিজি) দময়ন্তী বেন মোদির ব্যাগ ছিনতাই হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসার অদূরেই দুটি ফোন ও ৫৬ হাজার রুপিসহ ব্যাগ ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের ইন্ডিয়া ট্যুডে’র খবরে বলা হয়, সকালে ব্যক্তিগত কাজে অমৃতসর থেকে নয়াদিল্লি যান দময়ন্তী। সেখানকার সিভিল লাইন এলাকার গুজরাটি সমাজ ভবনে তিনি একটি রুম আগে থেকেই বুক করেন। হোটেলটিতে ঢোকার সময় ছিনতাইকারীরা তার ব্যাগ কেড়ে নেয়। পরে স্থানীয় থানায় ছিনতাইয়ের অভিযোগ করেন তিনি।

দময়ন্তী পুলিশকে জানান, মোটরসাইকেলে ছিল ছিনতাইকারীরা। তাদের মুখ কাপড়ে ঢাকা ছিল। তারা হঠাৎ তার হাতে থাকা দুটি মোবাইল ফোন ও রুপির ব্যাগটি টেনে নিয়ে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *