বার্লিনে পররাষ্ট্রমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বার্লিন আগমন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ জার্মানির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা।
জার্মানি দিয়ে শুরু হওয়া পররাষ্ট্রমন্ত্রীর সফর শেষ হবে আজারবাইজান দিয়ে। তার সঙ্গে অর্থনৈতিক খাতের একটি প্রতিনিধি দলও আছে। জার্মানিতে সরকারি ও বেসরকারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী।
বার্লিনে ‘বাংলাদেশ ফোরাম’ আয়োজিত অর্থনীতির ওপর সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেকো মাসের সঙ্গে আগামীকাল শুক্রবার বৈঠক করবেন ড. মোমেন। পরে বৈঠকে মিলিত হবেন দেশটির বাণিজ্যমন্ত্রীর সাথে।
শনিবার বার্লিন আওয়ামী লীগ আয়োজিত গন-সম্বর্ধনা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জার্মানি থেকে যাবেন ফ্রান্সে। সেখানে ফ্রেন্স সিনেট টিমের সঙ্গে বৈঠক করবেন তিনি। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হতে পারে।
এ কে আব্দুল মোমেন আগামী ২২ অক্টোবর ফ্রান্স থেকে যাবেন আজারবাইজানে। সেখানে ন্যাম সম্মেলনে যোগ দেবেন তিনি। এছাড়াও বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।