৭৫ বছর বয়সে বাবা হলেন তোতা মিয়া
সাবলম্বী হতে কেটে গেছে ছয় যুগ
ময়মনসিংহের মুক্তাগাছার বাসিন্দা তোতা মিয়ার বয়স এখন ৭৫। যে বয়সে নাতি-নাতনি নিয়ে সময় কাটানোর কথা সেই বয়সে নিজের ছেলে কোলে নিয়ে দিন কাটছে তার। আর্থিক টানাপোড়েন থেকে মুক্তি পেয়ে সাবলম্বী হবার পণ করেছিলেন। পরে, গত বছর করেছেন বিয়ে আর এ বছর তার ঘরে এসেছে পুত্রসন্তান। নিজের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের পাশাপাশি এলাকায় স্কুলসহ মানুষের জন্য গড়ে তুলেছেন নানা স্থাপনা।
হাবিবুর রহমান তোতা মিয়া ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট। মাকে হারান দশম শ্রেণিতে পড়া অবস্থায়। আর্থিক টানা পোড়নে দিতে পারেননি মেট্রিক পরীক্ষা।
প্রতিজ্ঞা করেন স্বাবলম্বী হবেন। আর তার আগে বিয়ে করবেন না। শুরু করেন কৃষিকাজ। আর কৃষির আয়ের টাকা দিয়েই ধীরে ধীরে কেনেন ৩০ একর জমি।
গত বছর, ৭৪ বছর বয়সে বিয়ে করেন স্বামী পরিত্যক্তা আকলিমা খাতুনকে। এবছর তাদের ঘরে জন্ম নিয়েছে পুত্রসন্তান।
স্বামী ও সন্তানকে নিয়েই বাকি জীবন কাটাতে চান তার স্ত্রী আকলিমা।
হাবিবুর রহমান তোতা মিয়ার স্ত্রী আকলিমা খাতুন বলেন ,আল্লাহ একটা সন্তান দিছে এই সন্তানকে নিয়েই থাকতে চাই।
তোতা মিয়ার সন্তান হওয়াতে খুশি তার স্বজনেরা। এছাড়া, এলাকায় প্রাথমিক ও উচ্চ স্কুল, মাদ্রাসা, মসজিদ, গোরস্থান এবং ঈদগা মাঠ গড়ে তোলায় তার প্রতি কৃতজ্ঞ স্থানীয়রাও।
আগামীতে কলেজ, হাসপাতাল ও বৃদ্ধাশ্রম গড়ে তোলার ইচ্ছার কথা জানিয়েছেন, হাবিবুর রহমান তোতা মিয়া।