হিজড়াদের জীবনমান উন্নয়নে ৫০ দিনের কর্মশালা শুরু
নোয়াখালীতে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ড্রেস মেকিং অ্যান্ড ট্রেইলারিং বিষয়ে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জেলা সমাজসেবা ও শহর সমাজসেবার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক তন্ময় দাস।
এসময় জেলা সমাজসেবা উপ-পরিচালক আইয়ুব খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী উপ-পরিচালক বেলাল হোসেন ও প্রশিক্ষক নুরজাহান ও হিজড়া প্রতিনিধি।
কর্মশালায় ৪২ জন হিজড়া অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক জানান, সরকার হিজড়াদের জন্য কর্মমুখী বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।
বিডি-প্রতিদিন এর সৌজন্যে