ভারতের মনিপুর রাজ্যের স্বাধীনতার ঘোষণা
যুক্তরাজ্যে বসে ভারতের মনিপুরের স্বাধীনতা ঘোষণা করলেন রাজ্যের ভিন্নমতাবলম্বী রাজনৈতিক নেতারা।
মঙ্গলবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে, তারা দাবি করেন, মনিপুরের রাজা লেইশেমবা সানাজাওবার পক্ষ থেকে তারা এ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এ সময় মহারাজা তাদের ক্ষমতা প্রয়োগের অধিকার দিয়েছেন বলে একটি নথি দেখিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে মনিপুর রাজ্য পরিষদের মুখ্যমন্ত্রী ইয়ামবেন বিরেন এবং মনিপুর রাজ্য পরিষদের বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী নারেংবাম সমরজিত প্রবাসী সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। প্রবাসী সরকার এখন জাতিসংঘের সমর্থন পেতে চেষ্টা চালিয়ে যাবে বলেও জানান।
এদিকে, এ বিষয়ে কিছু জানেননা বলে হিন্দুস্থান টাইমসকে জানিয়েছেন মনিপুরের রাজা লেইশেমবা। এছাড়াও লন্ডনের ভারতীয় দূতাবাস এখনও কিছুই মন্তব্য করেনি।
Total Page Visits: 302 - Today Page Visits: 1