আইপি টিভি ওনার্স এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
৩১ অক্টোবর সন্ধ্যায় ঢাকার পল্টনস্থ গ্রান্ড সুলতান রেস্তোরায় আইপিটিভি ওনার্স এসোসিয়েশন এর জরুরি সভা ও নৈশ ভোজ সংগঠনের সভাপতি আতাউল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনায় আইপি টিভি সম্পর্কে তথ্য মন্ত্রণালয়ে আগামী দিনের করনীয় নির্ধারন ও অভিষেক অনুষ্ঠান সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মার্চ টিভির ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ আতা উল্লাহ খান মোঃ জামাল উদ্দিন জামান, আলিফ টিভি, এ এইচ এম তারেক চৌধুরী ৭১ বাংলা টিভি, ইমরুল কায়েস নিপুন, বাংলা টিভি ২১, মোঃ আনোয়ার হোসেন, রূপসী বাংলা টিভি, শেখ মনিকজ্জামান জুয়েল আনন্দ, ঢাকা টিভি, সাইফুদ্দীন মুহাম্মদ ফারুকী, কিউ টিভি, মোঃ সাইফুল ইসলাম, চ্যানেল ২৬, ইকরামুল হক ইহান, প্রবাসী বাংলা টিভি, মোঃ আরিফুর রহমান, ফুর্তি টিভি, এম এম মিজানুর রহমান, ইজাব টিভি, আলীশা প্রধান, হারনেট টিভি, চাঁন্দ মিয়া, আর এন এন টিভি, আজগর আলী মানিক, সিটিজি ক্রাইম, এ এইচ প্রিয়ম, চ্যানেল টি ওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।