ঐতিহাসিক ৭ নভেম্বর আজ
আজ ঐতিহাসিক ৭ নভেম্বর। ইতিহাসের পাতায় ঘটনাবহুল একটি দিন। দিনটির পক্ষে-বিপক্ষে নানা আলোচনা-সমালোচনা ও বিতর্ক থাকলেও বিএনপির পক্ষ থেকে দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তারা মনে করে এদিনে সিপাহি জনতার অভ্যুত্থান হয়েছিল।
এদিকে জাসদের পক্ষ থেকেও ৭ নভেম্বর সিপাহি জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তবে দলটির পক্ষ থেকে মনে করা হয় জেনারেল জিয়ার বিশ্বাসঘাতকতায় দিবসটি কালিমালিপ্ত।
অপরদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক দলসমূহ দিবসটি মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে অভিহিত করলেও কোনো কর্মসূচি পালন করে না।
এদিকে, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বিএনপি আজ ভোর ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করবে।
সকাল ১০টায় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি ও ফাতেহা পাঠ করা হবে।
৮ নভেম্বর রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জনসভার আয়োজন করা হয়েছে। এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনও বিভিন্ন কর্মসূচি পালন করবে।