আন্তর্জাতিকশিরোনামসব খবরসর্বশেষ

বৃষ্টিতে ভিজেও ইমরানবিরোধী আন্দোলন অব্যাহত, খালি হাতে না ফেরার ঘোষণা

প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ এবং পুনরায় নির্বাচন দাবিতে পাকিস্তানে সপ্তম দিনেও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। খোলা আকাশের নীচে বৃষ্টিতে ভিজেও ইসলামাবাদে অবস্থান করছেন জমিয়ত নেতাকর্মীরা।

আজাদি মার্চে সপ্তম দিনের অবস্থানে অংশ নিয়ে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান খালি হাতে ইসলামাবাদ থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সরকারকে আর একদিনও সময় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, জাতির সম্মানিত লোকেরা আজাদি মার্চে বসে আছেন, তারা এখানে সময় কাটাতে বা পিকনিক করতে আসেনি। আমরা এমন একটি সাংবিধানিক সরকার চাই যা পাকিস্তানের সংবিধানকে সম্মান করে। আমরা গণতন্ত্র চাই। গণতান্ত্রিক সরকার চাই। অবৈধ সরকার চাই না।

এদিকে প্রচণ্ড বৃষ্টি ও শীতের তীব্রতা বাড়ার পরিপ্রেক্ষিতে সরকারের পাঠানো সাহায্য প্রত্যাখ্যান করেছেন জমিয়ত নেতারা।

দলটির সাধারণ সম্পাদক আবদুল গাফুর হায়দারি প্রধানমন্ত্রীর সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, প্রধানমন্ত্রীর উচিত তার দেওয়া ত্রাণ তার সমর্থকদের জন্য রেখে দেয়া। আমাদের স্বেচ্ছাসেবকদের অনেক খাবার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *