অস্ট্রেলিয়ায় দাবানল, দুই রাজ্যে জরুরি অবস্থা জারি
ভয়াবহ দাবানলে অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলে এখন পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে।
তিনদিন ধরে চলা এ দাবানলে ঘনবসতিপূর্ণ এ দুই রাজ্যে বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার বাসিন্দা। ওই দুই রাজ্যে ১২০টিরও বেশি দাবানল ক্রমশ বিস্তৃত হচ্ছে।
নিউ সাউথ ওয়েলসে দাবানলে এরইমধ্যে পুড়ে গেছে ৯ লাখ ৭০ হাজার হেক্টর জমি ও দেড়শরও বেশি ঘরবাড়ি। কুইন্সল্যান্ডে ধসে পড়েছে ৯টি বাড়ি।
এদিকে, মঙ্গলবার অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির আশপাশের এলাকায় সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
মঙ্গলবার, এই অঞ্চলে তামপাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
Total Page Visits: 314 - Today Page Visits: 1