বুলবুলের আঘাতে ২১ জেলার ৯৫ হাজার কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে উপকূলীয় অঞ্চলের ২১ জেলার ৯৫ হাজার কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ায় এবং বিদ্যুতের খুঁটি ও লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎহীন রয়েছেন ৫০ লাখ গ্রাহক। 

আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ তথ্য জানায়। মঙ্গলবারের মধ্যে সব লাইন সচল করা হবে বলেও জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।   

এর আগে, সুন্দরবনের বাংলাদেশ অংশে আঘাত হানে অতিপ্রবল ঘূর্ণিঝড় বুলবুল। বুলবুলের অগ্রবর্তী অংশ আছড়ে পড়ে সুন্দরবনের বঙ্গবন্ধু আইল্যান্ড, হিরণ পয়েন্ট, দুবলার চর, মেহের আলীর চর, অফিসকিল্লা, মাঝের চর, আলোর কোল, মরণের চরে। তছনছ করে দিয়েছে দুবলার চরের অস্থায়ী শুঁটকিপল্লী। 

বঙ্গোপসাগর উপকূলে রবিবার দুপুর ১২টায় ঝড়ো হাওয়া শুরু হলেও সন্ধ্যা ৭টার দিকে বুলবুলের অগ্রবর্তী অংশ সুন্দরবনের সাতক্ষীরা,  খুলনা ও বাগেরহাট অংশে আঘাত হানে। একই সঙ্গে পানির উচ্চতা বেড়ে যায় ৪ থেকে ৫ ফুট। ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমেই বাড়তে থাকে ঝড়ের তীব্রতা। 

Total Page Visits: 254 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares