হেলমেট পরলেই পুরস্কার ১ কেজি পেঁয়াজ

হেলমেট পরে বাইক চালালেই পুরস্কার হিসেবে মিলছে এক কেজি পেঁয়াজ। সড়ক চলাচলে সচেতনতা বাড়াতে এই অভিনব পন্থা বেছে নিয়েছে ভারতের স্থানীয় এক সমিতি।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রবিবার সকাল থেকেই কলকাতার পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি রাস্তায় দাঁড়িয়ে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচী হিসাবে বাইক চালকদের হেলমেট পরে বাইক চালানোর জন্য সচেতন করছে।

যারা হেলমেট পরে বাইক চালাচ্ছেন না, তাদের জীবনের সুরক্ষার জন্য হেলমেট পরার কথা বলেছে এই সমিতি। পাশাপাশি যারা হেলমেট পরে বাইক চালাচ্ছেন, উপহার হিসেবে তাদের দেওয়া হয় পেঁয়াজ।

জানা যায়, পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির এমন উদ্যোগে খুশি বাইক চালকরা।

বর্তমানে ভারতের বাজারেও পেঁয়াজের দাম চড়া। ইতিমধ্যে দেশটির বিভিন্ন রাজ্যের বাজারে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকার বেশি দরে।

Total Page Visits: 293 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares