দেশব্যাপীজীবনশৈলীশিরোনামসব খবর

বাগেরহাটে রামকৃষ্ণ আশ্রমের উদ্যেগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাগেরহাট প্রতিনিধি॥ বাগেরহাটে রামকৃষ্ণ মিশনের উদ্যেগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকালে বাগেরহাট সরকারী পিসি কলেজ রোডে রামকৃষ্ণ আশ্রম অডিটরিয়ামে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল।

ভারতের বেলুড়মঠের সহকারি সাধারন সম্পাদক শ্রীমৎ স্বামী তত্ববিদানন্দজী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী গুরুসেবানন্দ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, রামকৃষ্ণ আশ্রমের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাডভোকেট অনুপ কুমার দেবনাথ, প্রদীপ বসু শন্তু প্রমুখ।

বক্তারা বলেন, মানুষের মাঝেই ভগবান রয়েছেন। তাই মানুষের সেবার মাধ্যমে ভগবানের সেবা করা সম্ভব। ভগবানকে ভালবাসাই প্রকৃত ভালবাসা। একজন ধনী ব্যাক্তির একাধিক কম্বল রয়েছে। অথচ অনেক গরিব মানুষের সামান্য শীতবস্ত্র নেই। ভোগের চেয়ে ত্যাগ অনেক বড় বলে তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে ৫শ জন শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *