দেশব্যাপীরাজনীতিশিরোনামসর্বশেষসব খবর

সিটি নির্বাচনের আ. লীগের প্রার্থী ঘোষণা কাল: কাদের

ঢাকা সিটি নির্বাচনে প্রার্থী নির্ধারণে ক্লিন ইমেজকে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। শুক্রবার (২৭ ডিসেম্বর) ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, গ্রহণযোগ্য, জনপ্রিয় ব্যক্তিকে তারা বাছাই করবেন।

আগামীকাল সন্ধ্যায় গণভবনে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। এ সময় তিনি আরও জানান, নতুন বছরে মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে।

ওবায়দুল কাদের বলেন, যারা বিতর্কের ঊর্ধ্বে রয়েছে, যাদের কোনো অপকর্মের রেকর্ড নেই তাদের আমরা প্রার্থী হিসেবে বাছাই করব।

আগামীকাল সন্ধ্যা ৬টায় গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হবে। সেখানেই প্রার্থী নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, মন্ত্রিসভার পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর এখতিয়ার। রুটিন একটা পরিবর্তন তো হয়। নতুন বছরেও হতে পারে। কখন হবে, আমি ঠিক বলতে পারছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *