রিফাত হত্যা মামলায় ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

বরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে আজ চার্জ গঠন করছে আদালত।

বরগুনা জেলা ও দায়রা জজ মো.আছাদুজ্জামানের আদালতে আজ বুধবার অভিযোগের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। আগামী ৮ জানুয়ারি মামলার স্বাক্ষ্য গ্রহণ শুরু হবে।

গত ২ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়।

চার্জশিটভুক্ত আসামিরা হচ্ছে- রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

এছাড়া এই মামলায় শিশু অপরাধী হিসেবে চার্জশিটভূক্তরা হচ্ছে- রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), আবু আবদুল্লাহ ওরফে রায়হান (১৬), ওলিউল্লাহ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), মো. নাইম (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫), সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭), প্রিন্স মোল্লা (১৫), রাতুল শিকদার জয় (১৬) ও আরিয়ান হোসেন শ্রাবন (১৬)।

মামলার আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানিয়েছেন,এ মামলার প্রাপ্তবয়স্ক আসামী মুছা বন্ড এখনো গ্রেফতার হয়নি। কিশোর আসামি প্রিন্স মোল্লা হাইকোর্টের নির্দেশে জামিনে আছে। এছাড়াও নিহত রিফাতের স্ত্রী ও আসামি আয়শা সিদ্দিকা মিন্নিও হাইকোর্টের নির্দেশে জামিনে আছে।

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ওই দিনই রিফাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বাসস

Total Page Visits: 279 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares