খসড়া ভোটার তালিকা প্রকাশ ২০ জানুয়ারি

ভোটার তালিকা হালনাগাদ ২০১৯-এর খসড়া আগামী ২০ জানুয়ারি প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে মাঠপর্যায়ে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

চিঠিতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০১৯-এর খসড়া আগামী ২০ জানুয়ারি প্রকাশ করার জন্য অনুরোধ করা হয়। বলা হয়, ভোটার তালিকার খসড়া সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন অফিস/জেলা নির্বাচন অফিস, সংশ্লিষ্ট থানা/উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়, ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ ওয়ার্ড অফিস/ ক্যান্টনমেন্ট বোর্ড অথবা জনগুরুত্বপূর্ণ দর্শনীয় যেকোনো স্থান এবং সংশোধনকারী কর্তৃপক্ষের (রিভাইজিং অথরিটি) কার্যালয়ে উন্মুক্ত রাখতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন বলেন, খসড়া তালিকায় কোনো নাগরিকের তথ্যে কোনো ভুল বা তথ্য সংশোধন করার প্রয়োজন হলে খসড়া তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিভাইজিং অথরিটির কাছে আবেদন করতে হবে। রিভাইজিং অথরিটির পরবর্তী সাত দিনের মধ্যে তা সমাধান করবেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, ‘আমরা আইন সংশোধন করে জাতীয় ভোটার দিবসে (১ মার্চ) ভোটার তালিকা প্রকাশ করব। বিদ্যমান ভোটার তালিকা আইনে ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করার নিয়ম ছিল।

কমিশন এতে সংশোধন এনে মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে জানা গেছে। এবার ভোটার তালিকা হালনাগাদে ৯৫ লাখের ওপরে নাগরিক নিবন্ধন সম্পন্ন হয়েছে।

ইসি জানায়, এবার ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্য ২০০২ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।

বাকি দুই বছরের তথ্য অগ্রিম সংগ্রহ করে রাখা হচ্ছে। বয়স ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে এদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইসির তথ্যমতে, দেশে বর্তমানে ভোটার সাড়ে ১০ কোটি।

Total Page Visits: 279 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares