যে কারণে ইরানি জেনারেল সোলেইমানিকে হত্যা করল যুক্তরাষ্ট্র
বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হয়েছেন জেনারেল কাসেম সোলেইমানি।
মার্কিন হামলার বিষয়টি মার্কিন প্রতিরক্ষা দফতর ‘পেন্টাগন’ থেকে নিশ্চিত করা হয়েছে।এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দফতর জানায়, ‘প্রেসিডেন্টের নির্দেশক্রমে মার্কিন সামরিক বাহিনী বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের রক্ষার উদ্দেশে কাসেম সোলাইমানিকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।’
হামলার কারণ হিসেবে পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, ‘হামলাটি চালানো হয়েছে ভবিষ্যতে ইরানকে হামলার পরিকল্পনা থেকে বিরত রাখার উদ্দেশে।
মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের নাগরিকদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, তারা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন।’
Total Page Visits: 249 - Today Page Visits: 1