কালিগঞ্জ নিখোঁজের ২ সপ্তাহ পর ভিকটিম উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে নিখোঁজের ২ সপ্তাহ পর সন্তানসহ মাকে উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের আব্দুস সবুর গাজীর মেয়ে ও একই ইনিয়নের ফরিদপুর গ্রামের বাবলু মোড়লের স্ত্রী সালমা পারভীন (২৮) কাউকে না জানিয়ে একমাত্র সন্তান সজিব (৫) কে নিয়ে ২৩ ডিসেম্বর-২০১৯ তারিখ থেকে নিখোঁজ ছিল।

নিখোঁজের ঘটনায় মেয়ের পিতা আব্দুস সবুর গাজী বাদী হয়ে ২৯ ডিসেম্বর কালিগঞ্জ থানায় (জিডি নং ১১৩২ ) সাধারণ ডায়রী করে। এরপর থেকে কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম জামি’র নির্দেশে থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে উপ-পরিদর্শক চিন্ময় মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল ট্রাকিংয়ের ভিত্তিতে দেবহাটা উপজেলা সখিপুর এলাকার সাবেক মেম্বর আব্দুর রাজ্জাকের বাড়ী থেকে রবিবার (৫ জানুয়ারী) সকাল ৯ টায় তাদের উদ্ধার করে।

পরে উদ্ধারকৃত ভিকটিম সালমা পারভীন এর আবেদনের প্রেক্ষিতে পিতা আব্দুস সবুরের জিম্মায় দিয়েছেন থানা পুলিশ।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Total Page Visits: 332 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares