বাগেরহাটে ৩ লাখ ২৮ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আগামী ১১ জানুয়ারী ৩ লাখ ২৮ হাজার ৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনে জেলার ৯টি উপজেলায় ভ্রাম্যমান, অস্থায়ী কেন্দ্রসহ সর্বমোট ১ হাজার ৭৯১টি টিকাদান কেন্দ্রের মাধ্যেমে শিশুদের টিকা খাওয়ানো হবে।

সোমবার সকালে বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওয়ারিয়েন্টেশনে বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন পুলক দেবনাথ এ তথ্য জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. মহিউদ্দীন আহম্মেদ, সিভিল সার্জন অফিসরে মেডিকেল অফিসার ডা. প্রদীপ কুমার বকসী, প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফ্ফর হোসেন, সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী।
এসময়ে বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।