ইবিতে শিক্ষক লাঞ্চনা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম এক হামলাকারীর দ্বারা হামলার শিকার হয়েছেন। আজ (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে তার বিভাগের নিজ কক্ষে তিনি এ হামলার শিকার হন।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, আলমগীর (২৫) নামের লোক প্রশাসন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের সাবেক এ শিক্ষার্থী আমাদের স্যারের সাথে তাঁর রুমে কথা বলছিল।
কথা বলার এক পর্যায়ে সে উত্তেজিত হয়ে স্যারকে উল্টাপাল্টা কথা বলে ও ঘুষি মারে। তারপর সে রুম থেকে দৌড়ে বের হয়ে যেতে চাইলে আমরা সবাই মিলে তাকে ধরি এবং প্রক্টর স্যারের মাধ্যমে থানায় সোপর্দ করি।’
এ নিয়ে বিভাগের শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে যায়। এ সময় তারা বিভাগের শিক্ষক লাঞ্চনার বিচায় চেয়ে বিভিন্ন শ্লোগান দেয় ও ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধের দাবি জানায়। এ সময় প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন উপস্থিত হয়ে কথা বলে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন ও যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
পরবর্তীতে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে থেকে মিছিল শুরু করে। মিছিলে তারা ‘আমার স্যার লাঞ্চিত কেন, প্রশাসন জবাব চাই’ ‘বহিরাগতদের দৌরাত্ম চলবে না চলবে না’ ইত্যাদি শ্লোগান দেয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, শিক্ষার্থীদের সহযোগিতায় তাকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।
বিভাগীয় একাডেমিক সভাপতি ও জাহাঙ্গীর স্যার সহ থানায় এজাহারের জন্য গেছেন। একাডেমিক কমিটির সিদ্ধান্ত সম্বলিত চিঠি পাঠালে আমরা এ বিষয়ে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।
ইবি থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, অভিযুক্ত ব্যক্তি থানায় আটক আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলেই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।