বাগেরহাটে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মাদক নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বও থেকে বের হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহীনুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচলাক দেব প্রসাদ পাল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন পুলক দেব নাথ, মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বুলু শেখ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী প্রমুখ।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Total Page Visits: 362 - Today Page Visits: 1