বাগেরহাটে দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যাক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ

বাগেরহাট প্রতিনিধি॥ বাগেরহাটে দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যাক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যেগে এই চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: পুলক দেব নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, শিক্ষাবীদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ খলিল আল রশিদ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল মোকাররম ফজলে এলাহী প্রমুখ।

অনুষ্ঠানে জেলার ১শ ৯ জন রোগীর মাঝে ৫৪ লাখ ৫০হাজার টাকার চেক বিতরণ করা হয়।

পরে বেদে ও অনঅগ্রসর জনগোষ্টির জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

Total Page Visits: 313 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares