১৮০ যাত্রী নিয়ে তেহরানে ভেঙে পড়ল ইউক্রেনীয় বিমান
তেহরান বিমানবন্দরের কাছে মোট ১৮০ জন যাত্রী-সহ ভেঙে পড়ল ইউক্রেনীয় বিমান। উড়ানের কিছু ক্ষণ পরই বিমানটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।
বুধবার স্থানীয় সময় ভোর সওয়া ৫টা নাগাদ তেহরানের ইমাম খোমেইনি বিমানবন্দর থেকে কিয়েভের বোরিস্পিল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল ইউক্রেনিয়ান এয়ারলাইনের বোয়িং ৭৫২ বিমানটির।
কিন্তু এ দিন প্রায় এক ঘণ্টা দেরিতে, সকাল ৬টা বেজে ১২ মিনিটে বিমানটি ছাড়ে। তার কিছু ক্ষণ পরই দক্ষিণ-পশ্চিমের পারান্দের কাছে বিমানটি ভেঙে পড়ে।
ইরানের আইএসএনএ সংবাদ সংস্থার তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। তাতে আগুন লাগা অবস্থায় বিমানটিকে মাটিতে পড়তে দেখা যায়। তার পর প্রচণ্ড জোরে বিস্ফোরণও ঘটে।
বিমান দুর্ঘটনার এই ভিডিয়োই সামনে এসেছে।
তেহরানের আপদকালীন পরিষেবা বিভাগের প্রধান ফিরহোসেন কুলিভান্দ বলেন, ‘‘বিমানে আগুন ধরে গিয়েছে। তেব আমরা লোক পাঠিয়েছি। কিছু মানুষকে বাঁচাতে পারব বলে মনে হচ্ছে।’’
দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে বলে জানিয়েছে সে দেশের অসামরিক বিমান পরিবহণ বিভাগের মুখপাত্র রেজা কাফরাজাদেও।