ফেঞ্চুগঞ্জে ব্যাচ ভিত্তিক মাদরাসা ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:: সিলেটের  ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙ্গা আলিম মাদরাসার প্রথম ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাটুভাঙ্গা সরকারি খেলার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ২০১৪ ব্যাচ টসে জিতে মাদরাসা ব্যাচকে ব্যাটিংয়ে পাঠায়। মাদরাসা ব্যাচের পক্ষে রাকিব ৪৩ খালেদ ১৬ কাইয়ুম ১৪ সাজিম ১২ রুহান ১১ মাহিন ১১ রান করেন।

২০১৪ ব্যাচের পক্ষে রুবেল ২ টি পলাশ, আফজল ও রুহেল ১ টি করে উইকেট নেন। অন্যদিকে ১২১ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ২০১৪ ব্যাচ ৯.২ ওভারে ১০৮ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে পলাশ ৪৬ এবং শিবলু ২১ রান করেন।

মাদরাসা ব্যাচের পক্ষে রায়হান, কাইয়ুম ও খালেদ ২ টি করে উইকেট নেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মাদরাসা ব্যাচের রাকিব।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছড়াকার নবীন হোসেন নবী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা (পূর্ব) তালামীযের সাধারণ সম্পাদক শাহ হোসাইন মোহাম্মদ বাবু, কবি ও সাংবাদিক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, হাটুভাঙ্গা আলিম মাদরাসার সহকারী শিক্ষক মুহাম্মদ ওলিউল্লাহ।

Total Page Visits: 368 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares