খুলনায় সংবাদকর্মীর উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি: খুলনায় সংবাদকর্মীর উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ‘টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা’র উদ্যোগে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন এনটিভি’র সাতক্ষীরা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী।
দেশ টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন। আরো বক্মাতব্ছয রাখেন রাঙা টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, একাত্তর টিভি’র বরুণ ব্যানার্জী, চ্যানেল টোয়েন্টি ফোরের সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক জনকন্ঠের মিজানুর রহমান, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, বাংলাভিশন টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান প্রমুখ।
প্রতিবাদ সভায় সাংবাদিকরা খুলনায় একাত্তর টিভির প্রতিনিধির উপর হামলা ও নির্যাতনের নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান।