সাতক্ষীরার তালায় সুশাসন, নাগরিক অধিকার ও সুরক্ষা (সুনাম) কমিটি উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় সুশাসন,নাগরিক অধিকার ও সুরক্ষা (সুনাম) কমিটি উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ জানুয়ারি) রবিবার বিকাল চারটায় সময় তালা শিল্পকলা একাডেমীর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাধারন সম্পাদক শেখ ইমরান হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন শারি এনজিও এ্যাডভোকেসী অফিসার শান্তুনু কুমার দাশ, সভাপতি শেখ বাবু, সহ-সভাপতি এসএম হাসান আলী বাচ্চু, মৌ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আলিমুর রহমান অভি, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক জহর হাসান সাগর, সদস্য ফয়সাল হোসেন, গনেশ দেবনাথ, মারুফ হোসেন, মো:রাসেল, শাহানাজ পারভীন, শিউলী সরকার, প্রিয়া দাশ প্রমুখ ।
আলোচনা সভায় আগামী মাসের মিটিং এর তারিখ নির্ধারণ,জানুয়ারী মাসের ২৪ ও ২৫ তারিখ খুলনায় ট্রেনিং যাওয়া, ২৭ তারিখ জেলা কমিটির সম্মেলন সহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।