সাতক্ষীরায় ট্রাক কেড়ে নিল যুবকের প্রাণ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহিদ হোসেন(৩২) এক যুবক নিহত হয়েছে।
সে সদর উপজেলার কাটিয়া লস্করপাড়ার ফজর আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ জানুয়ারি) বেলা ৩ টার দিকে সাতক্ষীরা সদরের বকচরা এলাকার বাইপাস সড়কে।
স্থানীয়রা জানায়, জাহিদ মোটর সাইকেলে বকচরা মোড়ের বাইপাস সড়ক অতিক্রম করছিল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই জাহিদ নিহত হয়।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে জাহিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এছাড়া ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। কিন্তু চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
Total Page Visits: 339 - Today Page Visits: 1