বেনাপোলে স্কুল ব্যাগে মিলল ৮৭ বোতল ফেন্সিডিল
বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আলী হোসেন রিঙ্কু (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে বেনাপোল বলফিল্ডের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। রিঙ্কু বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের হাসানুর রহমানের ছেলে। সে স্কুলের একটি ব্যাগে করে ফেন্সিডিলগুলো নিয়ে যাচ্ছিল।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থান করছে। এমন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই পিন্টু লাল দাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এসময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৮৭ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ ব্যাপারে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মোঃ জামাল হোসেন