বেনাপোল সিএন্ডএফ এজেন্টস ষ্টাফ এসোসিয়েশনের নির্বাচন: মুজিবর সভাপতি সাজেদুর সাধারন সম্পাদক

বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল সিএন্ডএফ এজেন্টস ষ্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত এসোসিয়েশনের নিজস্ব ভবনে এ নির্বাচনে এক হাজার ৭শত ২১ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫ শত ৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত ১০টার সময় নির্বাচন কমিশনার ভোটের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে ৮৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুজিবর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম রিপন পেয়েছেন ৬৭৭ ভোট। সাধারন সম্পাদক পদে ৮৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাজেদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন পেয়েছেন ৬৬৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান তাজিন। তিনি পেয়েছেন ৮০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসানুর রহমান পেয়েছেন ৭৪৯ ভোট। অন্যান্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাকিরুল ইসলাম শাকিল, শ্রম ও সদস্য কল্যান সম্পাদক রিয়াজুল ইসলাম ওয়াসিম, অর্থ সম্পাদক সুমন হোসেন, কাষ্টম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, বন্দর বিষয়ক সম্পাদক আওয়াল হোসেন, কার্গো শাখা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব, প্রচার ও ক্রীড়া সম্পাদক আরিফ বিল্লাহ, ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী, কার্যনির্বাহী সদস্য ইসমাইল শেখ, আসাদুজ্জামান আসাদ, আব্দুস সাত্তার, হাসান আলী।

এবারের নির্বাচনে রিপন-সাজেদুর ঐক্য পরিষদ ও মুজিবর-নাসির সমমনা পরিষদের দুইটি প্যানেল থেকে ১৭টি পদে ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে রিপন-সাজেদুর ঐক্য পরিষদ থেকে ১৩ জন ও মুজিবর-নাসির সমমনা পরিষদ থেকে ৪ জন নির্বাচিত হয়। ফলাফল ঘোষনার সাথে সাথে নির্বাচিতদের সাথে নিয়ে ভোটাররা উল্লাসে ফেটে পড়ে।

Total Page Visits: 331 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares