ব্যাচ ডে তে আনান্দ উৎসবে মেতেছে ইবির সঞ্জীবনীরা
আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ সঞ্জীবনীদের ব্যাচ ডে।
বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে ঢুকতেই খানিকটা চমকে উঠতে হলো। চারিদিকে এক ঝাঁক তরুণ তরুণী। কিন্তু কাউকে চেনার উপায় নেই। কারণ বিভিন্ন রঙে রঙ্গীন হয়ে আছেন তারা।
ব্যাচ ডের আনন্দ । এই দিনটি সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ। দিনটিতে সবাই মেতে উঠে আনন্দ, উচ্ছাস, হৈ-হুল্লোড়ে। সবার গায়ে ধবধবে সাদা টি- শার্ট, হাতে মার্কার কলম। যার যা ইচ্ছা লিখছে বন্ধুদের পড়া টি-শার্টে। কেউ বা হাতে ঢোল নিয়ে বাজাতে বাজাতে নাচছে। কেউ আবার রং ছিটানোতে ব্যস্ত। ক্যাম্পাসে এক বছর একসাথে আড্ডা, দৌড়াদৌড়ি, ক্লাস, প্রেজেন্টেশন, পরীক্ষা এভাবেই কাটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিনগুলি। দেখতে দেখতে যেন পেড়িয়ে গেল একটি বছর। বেজে উঠেছে একটি বছরের বিদায়ে ঘণ্টা।
ঠিক তেমনি ব্যাচ ডেতে আনন্দ, উচ্ছাস, হৈ-হুল্লোড়ে মেতে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (১৫ জানুয়ারি ) সকাল ১১টায় আনন্দ র্যালি বের করে তারা। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
পরে আমতলায় বাংলা মঞ্চে আলোচনা সভা আনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারণ উর রশিদ আসকারী, উপ উপাচার্য অধ্যাপক ড.শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ডেলিম তোহা, উপ রেজিস্টার এস এম আব্দুল লতিফ প্রমূখ। এছাড়াও সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণে করেছিলেন।
এর আগে সকাল সাড়ে নয়টায় কেঁক কাটে তারা। এছাড়াও সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হবে বলে জানা যায়।