সাতক্ষীরায় কাস্টমস্ ও সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্রসহ আটক- ২
সাতক্ষীরা র্যাব ৬ য়ের অভিযানে বাংলাদেশ কাস্টমস্ ও বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্রসহ প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, সাতক্ষীরা সদরের মাছখোলা এলাকার মৃত আমির আলীর ছেলে মোঃ মানদার আলী (৫৩) এবং রামচন্দ্রপুরের মৃত আকবর আলীর ছেলে আশরাফুজ্জামান (২৫)।
র্যাব ৬’য়ের সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক (সহকারী পুলিশ সুপার) মোঃ শাহিনুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে শহরের মধ্যকাটিয়া লস্করপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মৃত মোজাম্মেল হকের বাড়ি হতে ভূয়া নিয়োগপত্রসহ মান্দার আলী ও আশরাফুজ্জামানকে আটক করা হয়েছে।
কাস্টমস্ ও বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র থাকায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
/ এমডিআআ