শার্শায় ট্রেন-ইজিবাইক সংঘর্ষ
বেনাপোল (যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় ট্রেন ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার (১৮ই জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে যশোরের শার্শা গার্লস স্কুল মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ১১টার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী কম্পিউটার ট্রেনটি শার্শা গার্লস স্কুল মোড়ে এসে পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ইজিবাইকের সাথে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।
এসময় ইজিবাইকে থাকা চালক ও যাত্রীরা ইজিবাইক থেকে লাফিয়ে পড়ে নিজেদের জীবন রক্ষা করে। এতে করে এ যাত্রায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। বেনাপাল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
/ মোজাহো