শিক্ষাঙ্গনসর্বশেষসব খবর

ইবির ‘ডি’ ইউনিটের অপেক্ষামানদের সাক্ষাৎকার ২৫ জানুয়ারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নতক (সম্মান) শ্রেণিতে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের তৃতীয় অপেক্ষামান তালিকার সাক্ষাৎকারের সময় পরিবর্তন করা হয়েছে।

আগামী ২৫ জানুয়ারি তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। জানা যায়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের তৃতীয় অপেক্ষামান তালিকার গত ১৮ জানুয়ারী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে প্রথম, তৃতীয় ও চতুর্থ শিফটের আগামীকাল মঙ্গলবার (২১ জানুয়ারী) সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হয়েছিল।

আজ সোমবার (২০ জানুয়ারি) ‘ডি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

নতুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যায়, ২১ জানুয়ারীর পরিবর্তে আগামী ২৫ জানুয়ারী পরমানু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে সকাল ১১ টা থেকে সাক্ষাৎকার নেয়া হবে।

মোট চারটি শিফটের যাদের বিভাগীয় শর্ত পূরণ হয়েছে শুধুমাত্র তারা সাক্ষাৎকার দিতে পারবে। অপেক্ষামান তালিকার প্রথম শিফটে ৪১৩ থেকে ৫১২, দ্বিতীয় শিফটে ৩৫৬ থেকে ৪৪৫, তৃতীয় শিফটে ৫০৩ থেকে ৬৫০ এবং চতুর্থ শিফটে ১৫১ থেকে ২০০ পর্যন্ত আহবান করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় করেসপনডেন্ট

RAKIB HOSEN Contact number: +8801732852519 E-mail: rakibhosen242@gmail.com Father’s Name : Abdul Hamid Mother’s Name : Rafiza khatun Present Address : Sheikhpara, Shailakupa, Jhenaidah Per Addres : Village: Jafarpur, PO:Tarali, P/S: Kaliganj, District: Satkhira Date of Birth : 3 April 2001. Blood Group : A+ (ve)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *