তালায় খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে রাজস্ব খাত হতে একাডেমিক ভবন নির্মাণের শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হযেছে ।
আজ (২০শে জানুয়ারি) সোমবার একাডেমিক ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মা সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাননীয় সাংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ।
শিক্ষক মুকুন্দ কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়রম্যান বাবু ঘোষ সনৎ কুমার, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম আব্দুল আলী, ভাইস চেয়ারম্যান মশিয়ার রহমান, মুরশিদা পারভীন পাপড়ী, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, সরদার জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার ঈমান আলী, সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, দাতা সদস্য মোড়ল আব্দুস সাত্তার প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রাক্তন প্রধান শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবক উপস্থিত ছিলেন ।
/ জহাসা